সাকিবের সঙ্গে বেটউইনারের চুক্তি বাতিল
- প্রকাশিত : ০৮:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ৩৫৩ বার পঠিত
সাকিবের সঙ্গে বেটউইনারের চুক্তি বাতিল
বেটিং কোম্পানি বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যার আগেই চুক্তি বাতিলের কথা জানিয়ে বিসিবির কাছে পৌঁছে গেছে সাকিবের চিঠি।
বিসিবি সভাপতিও সাকিবের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে মিডিয়াকে বলেন, হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।
পাপন বলেন, সাকিবের চিঠি পাওয়ার পর অনেকেই বলেছিলেন, আজই এশিয়া কাপের দল ঘোষণা করে দিতে; কিন্তু আমি রাজি হইনি। সাকিব ১২ তারিখ (আগামীকাল) রাতে দেশে ফিরবে। ১৩ তারিখ সকালে আমি ওর সঙ্গে বসব। সব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবে। টেলিফোনে তো আর এত কথা বলা যায় না। আমি তাই ওর সঙ্গে সামনাসামনি বসে কথা বলার অপেক্ষায় আছি। এরপর যা সিদ্ধান্ত নেয়ার নেব।
অর্থাৎ সাকিবকে পাওয়া গেলেও এশিয়া কাপের দল পেতে আরও একটি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের।