সাজিথ প্রেমাদাসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে আগ্রহী
- প্রকাশিত : ১১:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ২১৬ বার পঠিত
সাজিথ প্রেমাদাসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে আগ্রহী
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চান দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। এ বিষয়ে তার দল ও সহযোগী রাজনৈতিক দলগুলো সম্মত হয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী সাজিথ এমন তথ্য জানিয়েছেন।
১৩ জুলাই(বুধবার )দেশটির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন গোতাবায়া রাজাপাক্ষে। তিনি বর্তমানে দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।
শ্রীলঙ্কার স্পিকার জানিয়েছেন, আইনপ্রণেতারা আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
সাজিথ প্রেমাদাসা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রাণাসিংহে প্রেমাদাসার ছেলে। কলম্বোর সংসদ সদস্য সাজিথ জানিয়েছেন, প্রেসিডেন্ট পদ খালি হলে তিনি নিজের মনোনয়নপত্র জমা দিতে চান। এ বিষয়ে তার দল সামাগি জন বালাওয়েগায়া (এসজিবি) ও সহযোগী দলগুলো সম্মত হয়েছে।
বর্তমানে রিজার্ভ সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। রিজার্ভ সঙ্কটের কারণে খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে সংগ্রাম করতে হচ্ছে দেশটির সরকারকে। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় জনরোষের মুখে বাসভবন ছাড়তে হয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে। সূত্র : বিবিসি