সারাদেশে ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন করোনার টিকা নিয়েছেন
- প্রকাশিত : ০৯:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ ৯০০ বার পঠিত
মহামারি করোনা প্রতিষেধক টিকার প্রয়োগ চলছে দেশজুড়ে।এ পর্যন্ত জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে করোনার টিকা নিয়েছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। তাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৭৩৩ জনের।
২৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশে টিকা নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭৫২ জন।বা্ংলাদেশে মোট করোনার টিকা গ্রহীতার সংখ্যা ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন।
করোনার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ জন ও নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন।
করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় ৪৩ লাখ মানুষ।ঢাকা শহরের ৫০টি এবং রাজধানীর বাইরে ১০০৫টি হাসপাতালে সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা দেয়া হয়।
বাংলাদেশে গত ২৭ জানুয়ারি একজন নার্সকে টিকাদানের মধ্য দিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণটিকাদান।দেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনষ্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাষ্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা।প্রত্যেককে এই টিকার ২টি ডোজ দিতে হবে।১ম টিকা গ্রহণের ৮ সপ্তাহ পর দেয়া হবে ২য় ডোজ।
সূত্র: গণমাধ্যম।