সারাবিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৮ হাজার ছাড়িয়েছে
- প্রকাশিত : ০৭:৩৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ ৮৫৫ বার পঠিত
সারাবিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৮ হাজার ছাড়িয়েছে
সারাবিশ্বে এ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এই রোগীদের অধিকাংশই ইউরোপের বিভিন্ন দেশের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বুধবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
ডব্লিউএইচও মহাপরিচালক আরও জানান, বর্তমানে আক্রান্ত রোগীদের ৯৮ শতাংশই আফ্রিকার বাইরের বিভিন্ন দেশের এবং আক্রান্ত রোগীদের অধিকাংশই পুরুষ সমকামী।
অর্থাৎ, পুরুষদের মধ্যে সমলিঙ্গের যৌনতার মাধ্যমে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই রোগটি। তবে এই রোগে আক্রান্ত যৌনসঙ্গী যদি বিপরীত লিঙ্গের হয়— সেক্ষেত্রেও মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি থাকে।
যৌনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সংযমী হওয়া ও নতুন যৌনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তার মেডিকেল রেকর্ড সম্পর্কে জেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।
তিনি বলেন, ‘যদি আমরা (যৌনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে) আর একটু সংযমী ও সচেতন হই, সেক্ষেত্রে এই রোগের ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব। এই রোগ থেকে আত্মরক্ষা অনেকটাই নির্ভর করছে নিজের ওপর।’
গত শনিবার বিশ্বজুড়ে মাঙ্কিপক্স বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। গত দুই মাসে মাঙ্কিপক্সে যত রোগী আক্রান্ত হয়েছেন, তাদের প্রায় ১০ শতাংশকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং ইতোমধ্যে এই রোগে ৫ জনের মৃত্যু হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান গেব্রিয়েসুস।
সূত্র : রয়টার্স