সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে সমাজসেবা দিবস উদযাপিত
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
- প্রকাশিত : ০৯:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ৯৮৮ বার পঠিত
সিরাজগঞ্জে সমাজসেবা দিবস উদযাপিত
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা সুযোগ ও প্রান্তজনে” – এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে -জাতীয় সমাজ সেবা দিবস -২০২১ পালিত হয়েছে।
২রা জানুয়ারি শনিবার সাড়ে ১১ টায় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে সরকারি শিশু সদন হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজসেবার সকল কর্মকাণ্ড যোগ্য ব্যক্তিদের মাঝে পৌঁছাতে হবে। মাদক মুক্ত সমাজ বিনির্মানে সকলকে এক যোগে কাজ করার জন্য আহবান জানান ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে, এম, হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা প্রমুখ।