সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রকাশিত : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২১৭ বার পঠিত
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনসাধারণ। ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ শুরু হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড শাখার নেতৃবৃন্দ শুরুতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট সিটি করর্পোরেশন, জেলা পরিষদ, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট জেলা প্রশাসন, সিলেট মহানগর পুলিশ, সিলেট জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়সহ সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাব, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব, ইমজার নেতৃবন্দ প্রদ্ধা নিবেদন করেছে।