সুফিকোষ : একজন ছাত্রের উপলব্ধি

- প্রকাশিত : ০২:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ২৪৭৩ বার পঠিত

সুফিকোষ : একজন ছাত্রের উপলব্ধি
মোহাম্মদ আবুল খায়ের রচিত ‘সুফিকোষ’ বাংলা ভাষায় সুফিচর্চা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে আমার ধারণা ও বিশ্বাস। সুফিদের ব্যবহৃত পারিভাষিক শব্দের ব্যাখ্যা-বিশ্লেষণ সংবলিত কিছু বইপত্র থাকলেও বাংলাদেশে ইতোপূর্বে ‘সুফিকোষ’ নামে কোন বই আমার চোখে পড়েনি। লেখক আমার সরাসরি শিক্ষক এবং স্যারের কম্পিউটার ও অনলাইন জাতীয় টেকনিক্যাল কাজগুলো শুরু থেকেই আমি করে আসছি।
স্যার একযুগেরও বেশি সময় ধরে এ বিষয়ে বিভিন্ন ধরনের বইপত্র, তথ্যাদি, বহু বিশেষজ্ঞের সঙ্গে আলাপ- আলোচনা করেছেন এবং ধীরে ধীরে লিখেছেন।স্যার নিজে সুফি । স্যারের ব্যক্তিজীবনটাকে আমি দেখেছি, বুঝেছি এবং আমিও খানিকটা প্রভাবিত।সুফিতত্ত্বের চর্চা ও উপলব্ধির জায়গা থেকে স্যারকে বিষয়গুলোকে গভীরভাবে ভাবতে দেখেছি।গতবছর (২০২০) বের হয়েছে স্যারের ‘সুফিসাধনা: তত্ত¡ ও অনুশীলনের প্রমিত পাঠ’নামক একটি বই। সে বইটিও পাঠকপ্রিয়তা পেয়েছে।
‘সুফিকোষ’ সমৃদ্ধ একটি বই, তাতে আমার কোন সন্দেহ নেই। স্যারের লেখার ভঙ্গিটি বলার ভঙ্গিরই মতোই গতিময়, প্রাণবন্ত। তিনি খুবই সহজ করে বলেন এবং লিখেন। যে কোন কঠিন বিষয়েই তাঁর উপস্থাপন সহজ-সরল এবং বোধগম্য।
‘সুফিকোষ’ প্রকাশ করেছেন মো. হাবিবুর রহমান তাঁর জিনিয়াস পাবলিকেন্স, ৩৮,বাংলা বাজার, ঢাকা থেকে। বইটি আকারে বেশ বড়,পৃষ্ঠা সংখ্যা ৭২১,দাম ৯০০.০০ টাকা আর বইটির একটি অসাধারণ প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। আমি মোহাম্মদ আবুল খায়ের স্যারের ( খায়ের সামাদী) এই বইটির বহুল প্রচার কামনা করি। সুফিতত্ত্বের দুটি বইই প্রকাশনা সংস্থা(০১৭১২-০৯৬৮৯৯) ছাড়াও রকমারি ডটকমে পাওয়া যাবে। অমর একুশে গ্রন্থমেলায় জিনিয়াস পাবলিকেন্সসের প্যাভিলিয়ন নম্বর ২৪ ।
লেখক পরিচিতি:
মোহাম্মদ আবুল খায়ের
ফেসবুক পেইজ: ( https://www.facebook.com/khairsamadi62 )
অধ্যাপক, বাংলা বিভাগ
সরকারি বাঙলা কলেজ, ঢাকা
আরও পড়ুন: ২ সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া বাড়ছে ৬০ শতাংশ