সংবাদ শিরোনাম :
সেইতো কবেই ছেড়েছি তোকে-রাশেদুল আলম
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৩:২৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১ ১১৫৩ বার পঠিত
সেইতো কবেই ছেড়েছি তোকে
রাশেদুল আলম
সেইতো কবেই ছেড়েছি তোকে
মনের উঠোন ঝেড়ে ।
আজও কেন কড়া নারিশ
সুখ পাখিটা কেড়ে?
মন আমার নীল হয়েছে
তোর প্রেমের বিষে।
বিষের জ্বালায় জ্বলে আমি
পাইনা খুঁজে দিশে।
রঙ্গের বেলুন চুপসে গেছে
তোর ছোঁড়া ঐ তীরে।
আবার কেন স্বপ্ন বুনোস
এই আমাকে ঘিরে?
মুক্ত হয়ে, যুক্ত আমি
স্মৃতির খোলস পটে।
আঁধার আলোর ঘুর্নিপাকে
কাটছে জীবন বটে।