ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ




সেন্সর থেকে কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেল ‘রক্তজবা’

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০২:৫৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ৮৬৬ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

সেন্সর থেকে কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেল ‘রক্তজবা’

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় তরুণ এ নির্মাতা নিয়ামূল মুক্তার  ২য় ছবি ‘রক্তজবা’ মুক্তি পেতে যাচ্ছে। তার আগে পেয়েছে সেন্সর থেকে কর্তন ছাড়াই মুক্তির অনুমতি।

বিজ্ঞাপন

নিয়ামূল মুক্তার জানান, কিছুদিন আগে সেন্সর থেকে মুক্তির অনুমতি পায় রক্তজবা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শিগগির মুক্তি তারিখ ঘোষণা করবে।

নিয়ামূল মুক্তা গণমাধ্যমকে বলেন, একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতিত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোইত হতে থাকে নানান রহস্য।

আরও পড়ুন :দিনেশ গুনাবর্ধনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন

‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। এতে প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ।

তিনি আরও বলেন, যেহেতু সব কাজ শেষ, শুধু মুক্তির আনুষ্ঠানিকতা বাকি তাই বলতে পারি ‘কাঠবিড়ালী’র চেয়ে ‘রক্তজবা’ হবে আরও পরিণত সিনেমা। কাঠবিড়ালি যেমন সবাই পছন্দ করেছিলেন, আমার বিশ্বাস রক্তজবাও দর্শকের উপভোগ করবেন।

রক্তজবার ক্রিয়েটিভ প্রযোজক হলেন ‘জালালের গল্প’ ছবির নির্মাতা আবু শাহেদ ইমন। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান।চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ। শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু। শব্দ সংযোজন ও মিউজিক করেছেন রিপন নাথ।




ফেসবুকে আমরা




x

সেন্সর থেকে কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেল ‘রক্তজবা’

প্রকাশিত : ০২:৫৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
বিজ্ঞাপন
print news

সেন্সর থেকে কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেল ‘রক্তজবা’

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় তরুণ এ নির্মাতা নিয়ামূল মুক্তার  ২য় ছবি ‘রক্তজবা’ মুক্তি পেতে যাচ্ছে। তার আগে পেয়েছে সেন্সর থেকে কর্তন ছাড়াই মুক্তির অনুমতি।

বিজ্ঞাপন

নিয়ামূল মুক্তার জানান, কিছুদিন আগে সেন্সর থেকে মুক্তির অনুমতি পায় রক্তজবা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শিগগির মুক্তি তারিখ ঘোষণা করবে।

নিয়ামূল মুক্তা গণমাধ্যমকে বলেন, একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতিত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোইত হতে থাকে নানান রহস্য।

আরও পড়ুন :দিনেশ গুনাবর্ধনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন

‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। এতে প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ।

তিনি আরও বলেন, যেহেতু সব কাজ শেষ, শুধু মুক্তির আনুষ্ঠানিকতা বাকি তাই বলতে পারি ‘কাঠবিড়ালী’র চেয়ে ‘রক্তজবা’ হবে আরও পরিণত সিনেমা। কাঠবিড়ালি যেমন সবাই পছন্দ করেছিলেন, আমার বিশ্বাস রক্তজবাও দর্শকের উপভোগ করবেন।

রক্তজবার ক্রিয়েটিভ প্রযোজক হলেন ‘জালালের গল্প’ ছবির নির্মাতা আবু শাহেদ ইমন। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান।চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ। শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু। শব্দ সংযোজন ও মিউজিক করেছেন রিপন নাথ।