সংবাদ শিরোনাম :
সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১২:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১ ৭১১ বার পঠিত
সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা
মহামারি করোনা সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে সোমবার(৫ এপ্রিল) থেকে লকডাউন ঘোষণা।বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৩ এপ্রিল(শনিবার) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ।বিজ্ঞপ্তিতে এ কখা বলা হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী ৫ এপ্রিল থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।
সারাদেশে ব্যাপক হারে বাড়ছে মহামারি করোনা সংক্রমণ।২০২০ সালের তুলনায় ২০২১ সালে তুলনামূলক ভয়াবহরূপে আবির্ভূত হয়েছে।গত কয়েকদিন ধরেই প্রতিদিন আক্রান্তরে নতুন রেকর্ড তৈরি হচ্ছে ।যার কারণে সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।