স্থগিত করা হয়েছে মেডিকেল-ডেন্টাল কলেজের প্রফেশনাল পরীক্ষা
- প্রকাশিত : ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০ ৯৮১ বার পঠিত
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে স্থগিত করা হয়েছে মেডিকেল-ডেন্টাল কলেজের প্রফেশনাল পরীক্ষা।ঢাবির ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন ডা. শাহরিয়ার নবী এই বিষয়টি নিশ্চিত করেছেন।৮ নভেম্বর (শনিবার)এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডা. শাহরিয়ার নবী।
তিনি আরও বলেন, ডিসেম্বরে যেসব প্রফেশনাল পরীক্ষা হওয়ার কথা ছিল তা জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে নেওয়া হবে।এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
করোনার কারণে স্থগিত হওয়া মেডিকেল-ডেন্টালের ১ম, ২য় ও ৩য় প্রফেশনাল পরীক্ষাগুলি চলতি বছর ডিসেম্বরের ৩য় সপ্তাহে নেওয়ার ঘোষণা দিলে আন্দলনে নামেন ছাত্র-ছাত্রীরা।
শিক্ষার্থীরা করোনা সংক্রমণ চলাকালীন পরীক্ষায় বসতে চান না।পরীক্ষা ছাড়াই পরবর্তী প্রফেশনাল কোর্সের ক্লাস করাসহ ৪ দাবিতে ২ দফায় শাহবাগে অবরোধ, মহাখালীতে রাজপথ অবরোধ করেছিলেন মেডিকেল-ডেন্টালের শিক্ষার্থীরা।