স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ

- প্রকাশিত : ১০:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১ ৭৭১ বার পঠিত

বাংলাদেশের স্বাধীনতার সবুর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্চাবার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।২২ মার্চ (সোমবার) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে রানীর শুভেচ্ছার কথা জানানো হয়েছে।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবুদল হামিদকে পাঠানো এক বার্তায় রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি আমার শুভেচ্ছা।আমি আপনাদের অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।৫০ বছর আগে থেকেই আমাদের মধ্যে অংশীদারিত্ব ও বন্ধুত্ব তৈরি হয়েছে, যা এখনো সমানভাবে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিগত বছরটি ছিল আমাদের জন্য একটি কঠিন বছর।আশা করি, আমরা বিশ্বব্যাপী এই স্বাস্থ্য চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবো।ভবিষ্যতে আরও ভালো সময়ের জন্য আমরা অপেক্ষা করতে পারি।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব
সূত্র: গণমাধ্যম।