আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বার্কলি বেকিটের আজ ৩১তম মৃত্যুবার্ষিকী
- প্রকাশিত : ০৭:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ১০৩০ বার পঠিত
আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বার্কলি বেকিটের আজ ৩১তম মৃত্যুবার্ষিকী
১৯০৬ সালের ১৩ এপ্রিল ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন স্যামুয়েল বেকিট। তার পিতা উইলিয়াম ফ্রাঙ্ক সার্ভেয়র এবং মা মারিয়া জোন্স রো সেবিকা ছিলেন।৫ বছর বয়সে বেকিট ডবিলিনের স্থানীয় প্লেস্কুলে ভর্তি হন।সেখানে তিনি গানের তালিম নেওয়া শুরু করেন।এরপর তিনি ডাবলিন সিটি সেন্টারের নিকটবর্তী হারকোর্ট ষ্ট্রিটে আর্লসফোর্ট হাউজ স্কুলে চলে যান।বেকিট পরিবার আয়ারল্যান্ডের অ্যাংলিক্যান গির্জার সদস্য ছিলেন।তাদের পারিবারিক বাড়ি ডাবলিনের উপশহর ফক্সরকে।
স্যামুয়েল একজন আইরিশ ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, মঞ্চ পরিচালক, কবি ও অনুবাদক ছিলেন।তার প্রাপ্তবয়স্ক জীবনের অধিকাংশ সময় তিনি প্যারিসে কাটিয়েছেন, ফলে তিনি ফরাসি ও ইংরেজি দুই ভাষতেই তার সাহিত্যকর্ম রচনা করেছেন।
স্যামুয়েল বেকিটের সহজাত সৃষ্টিকর্মসমূহ অস্তিত্ববাদ ও অভিজ্ঞতার আলোকে প্রায়ই ব্ল্যাক কমেডি, ননসেন্স ও গ্যালো রম্যরস সহযোগে বিয়োগান্ত-হাস্যরসাত্মক ভাবের প্রকাশ করে।সহজাত ক্রীড়াবিদ বেকিট বাহাতি ব্যাটসম্যান ও বাহাতি মিডিয়ায় পেস বোলার হিসেবে ক্রিকেট খেলায় দক্ষতা অর্জন করেন।
তার পরবর্তী কর্মজীবনে আরও নান্দনিকতা ও ভাষাগত নিরীক্ষার ফলে এটি আরও যৎসামান্য হয়ে ওঠে।তাকে সর্বশেষ আধুনিকতাবাদী লেখকদের একজন হিসেব গণ্য করা হয় এবং মার্টিন এসলিন তাকে “উদ্ভটদের মঞ্চ”(Theatre of the Absurd)-এর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করেন।তার সবচেয়ে প্রসিদ্ধ সৃষ্টিকর্ম হল ১৯৫৩ সালে লেখা নাটক “ওয়েটিং ফর গোডো”।
স্যামুয়েল বেকিট ১৯৬৯ সালে “তার লেখনী, যা-উপন্যাস ও নাটকের নতুন ধরনের জন্য” সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
আজ স্যামুয়েল বেকিটের ৩১তম জন্মবার্ষিকী।১৯৮৯ সালের ২২ ডিসেম্বর তিনি মারা যান।আজকের এই দিনে ‘কালের ধারা ২৪’ পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
আরও পড়ুন: আজ হাসন রাজার ১৬৬তম জন্মদিন