হলিউডের সিনেমা “মুলান” আসছে স্টার সিনেপ্লেক্সে

- প্রকাশিত : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ১০৮৫ বার পঠিত

হলিউডের সিনেমা “মুলান” আসছে স্টার সিনেপ্লেক্সে
করোনার কারণে বিশ্বব্যাপী বড় পর্দায় সিনেমাটি উপভোগের সুযোগ পাননি দর্শক।গত ৪ সেপ্টেম্বর থেকে লাইভ অ্যাকশনধর্মী এ সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাসে।
“মুলান” ছবিটি এবার সিনেমা হলেও মুক্তি পেতে চলেছে বিভিন্ন দেশে।সেই সাথে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে।বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
মেসবাহ উদ্দিন আহমেদ আরও জানান, ‘মুলান’ শিগগিরই আসছে স্টার সিনেপ্লেক্সে।আসছে সপ্তাহেই ছবিটি মুক্তি পাবে কী না সেটি নিশ্চিত করেননি।
চীনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি ছবি ‘মুলান’।নিকি ক্যারো পরিচালিত ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য বালড অব মুলান’ নামের একটি চীনা অ্যানিমেটেড লাইভ অ্যাকশন রিমেক।ডিজনির নতুন সিনেমা ‘মুলান’ নিয়ে দুই বছর ধরেই অনেক আলোচনা হচ্ছিলো।
শিল্প ও সাহিত্য মুলান একটি অনবদ্য নাম।তার নামে ১০টিরও বেশি ছায়াছবি ও মঞ্চ নাটক হয়েছে।আধুনিক উপন্যাস আর গবেষণায় মুলান এখনো জনপ্রিয়।