ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




হাত মুখ বাঁধা মোটরসাইকেল চালকের লাশ  ফিসারিতে

মোহনগঞ্জ প্রতিনিধি,আশরাফুল সিজানঃ
  • প্রকাশিত : ১০:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ৭৫৭ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

মোহনগঞ্জ প্রতিনিধি,আশরাফুল সিজানঃ  ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজের দুদিন পর রেজাউল করিম রাজিব (২২) নামে এক যুবকের হাত ও মুখ বাঁধা লাশ হাওর থেকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সুয়াইড় ইউনিয়নের কাইচাপুর হাওরে শ্যামলী বাংলা নামে একটি ফিশারি থেকে রাজিবের লাশ উদ্ধার করে মোহনগঞ্জ মোটরসাইকেল স্ট্যান্ডের সভাপতিসহ অন্য সহকর্মীরা। পরে পুলিশে খবর দিলে সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ বুঝে নেয়।

এর আগে বুধবার রাত এগারোটার পর থেকে রাজির খোঁজ পাচ্ছিলেন না বলে জানায় তার পরিবারের লোকজন।

মোহনগঞ্জ পৌরশহরে  বিএনপি অফিস মোড়ে অবস্থিত মোটরসাইকেল স্ট্যান্ড সমিতির অন্তর্ভুক্ত হয়ে ভাড়ায় মোটরসাইকেল চালাতো রাজিব।

মোহনগঞ্জের দেওথান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিহত রাজিব । ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রাজিব। তার চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

খবর শুনে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- উপজেলার হাটনাইয়া গ্রামের রেজাউল করিম মোহন (৪০), ভাটিয়া গ্রামের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম (৪৫) ও আলীপুর গ্রামের শরীফ মিয়া (২৫)।

এই বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: দেশে ফেরার পর সাকিবের ১ম করোনা পরীক্ষার ফল নেগেটিভ

ট্যাগস :




ফেসবুকে আমরা




x

হাত মুখ বাঁধা মোটরসাইকেল চালকের লাশ  ফিসারিতে

প্রকাশিত : ১০:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
বিজ্ঞাপন
print news

মোহনগঞ্জ প্রতিনিধি,আশরাফুল সিজানঃ  ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজের দুদিন পর রেজাউল করিম রাজিব (২২) নামে এক যুবকের হাত ও মুখ বাঁধা লাশ হাওর থেকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সুয়াইড় ইউনিয়নের কাইচাপুর হাওরে শ্যামলী বাংলা নামে একটি ফিশারি থেকে রাজিবের লাশ উদ্ধার করে মোহনগঞ্জ মোটরসাইকেল স্ট্যান্ডের সভাপতিসহ অন্য সহকর্মীরা। পরে পুলিশে খবর দিলে সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ বুঝে নেয়।

এর আগে বুধবার রাত এগারোটার পর থেকে রাজির খোঁজ পাচ্ছিলেন না বলে জানায় তার পরিবারের লোকজন।

মোহনগঞ্জ পৌরশহরে  বিএনপি অফিস মোড়ে অবস্থিত মোটরসাইকেল স্ট্যান্ড সমিতির অন্তর্ভুক্ত হয়ে ভাড়ায় মোটরসাইকেল চালাতো রাজিব।

মোহনগঞ্জের দেওথান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিহত রাজিব । ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রাজিব। তার চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

খবর শুনে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- উপজেলার হাটনাইয়া গ্রামের রেজাউল করিম মোহন (৪০), ভাটিয়া গ্রামের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম (৪৫) ও আলীপুর গ্রামের শরীফ মিয়া (২৫)।

এই বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: দেশে ফেরার পর সাকিবের ১ম করোনা পরীক্ষার ফল নেগেটিভ