১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নিবে ঢাবি
- প্রকাশিত : ০৯:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ৯২১ বার পঠিত
মহামারী করোনার কারণে ভর্তি পরীক্ষার নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
পূর্বের চেয়ে মূল্যায়ন নম্বর কমানোর তথ্য জানিয়ে ঢাবি কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার মানের প্রশ্নে আপস করার সুযোগ নেই।স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
করোনা সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।
সম্প্রতি অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার নেয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে অনেকটা দুশ্চিন্তায় পড়ে দেশের লাখো ছাত্র-ছাত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণমাধ্যমকে জানান, দেশের ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়া হবে।পরীক্ষার হলে থাকবেন ঢাবির শিক্ষকরা।
করোনাকালীন সময়কে বিবেচনা করে এবার পরীক্ষার নম্বর কমিয়ে আনার কথা জানান ঢাবির অধ্যাপক ড. সামাদ।তিনি আরও জানান, পূর্বে ছিল ১২০ নম্বর, ২০ নম্বর কমিয়ে ১০০ নম্বরে পরীক্ষা হবে।
সূত্র: গণমাধ্যম।