১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার ২০২১ দেয়া হবে
- প্রকাশিত : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১ ৬৬৮ বার পঠিত
স্বাধীনতা পুরস্কার ২০২১ দেয়া হবে আগামী ১১ এপ্রিল।২৪ মার্চ(বুধবার) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সিচব(প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ।
সোলতান আহমদ বলেন, আগামী ১১ এপ্রিল (রবিবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মার্চ(বুধবার) স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান স্থগিত করা হয়।২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হবে।
চলতি মাসের গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।
আরও পড়ুন: মার্চের শেষে সারাদেশে কালবৈশাখী’র আশঙ্কা
সূত্র: গণমাধ্যম।