আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন
- প্রকাশিত : ০৩:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৬৬৮ বার পঠিত
আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন
চলতি মাসের ১৪ এপ্রিল থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।জরুরি সেবা বাদে এই ৭ দিন সকল অফিস ও গার্মেন্টস বন্ধ থাকবে।এছাড়া থাকবে গণপরিবহন।
আজ ৯ এপ্রিল(শুক্রবার) দুপুরে এই তথ্যটি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।আগামী রবিবার লকডাউনের বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।
আজ সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের বিষয়ে ভাবছে সরকার।তিনি বলেন, দেশে করোনা ভয়াবহ রূপ নিয়েছে।লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার।সেই সাথে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা।এমন অবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়ায় গত ৪ এপ্রিল সারাদেশে ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে।গত ৫ এপ্রিল(সোমবার) থেকে বিধিনিষেধ শুরু হয়।আগামী ১১ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ।
আরও পড়ুন: সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৪৫ লাখ
সূত্র: গণমাধ্যম।