১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত দিনাজপুরে লকডাউন
- প্রকাশিত : ০২:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ৪৬৬ বার পঠিত
মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় ঘোষিত ৭ দিনের লকডাউনের ১ম দিন চলছে।
১৫ জুন(মঙ্গলবার)সকাল ৬টা থেকে সদর উপজেলায় লকডাউন শুরু হয়েছে।চলবে ২১ জুন পর্যন্ত।
দিনাজপুরে লকডাউনের ১ম দিনে ব্যাটারি চালিত ইজিবাইকচালকদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সকাল থেকে মাঠে কাজ করছে।
লকডাউন প্রসঙ্গে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, শহরের প্রবেশ পথগুলো বন্ধ করে দেয়া হয়েছে।শহর থেকে কাউকে বের হতে দেয়া হচ্ছেনা।অনুরূপভাবে বাইর থেকে শহরেও কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।পুলিশ আপ্রাণ চেষ্টা করেও ইজিবাইকসহ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, জুন মাসের ১ম ১৪ দিনে দিনাজপুরে ১৬ জনের মৃত্যু হয়েছে।আক্রান্ত হয়েছে ৫৬১ জন।এর মধ্যে সদর উপজেলায় ৩৭১ জন।
আরও পড়ুন: ১৯ জুন থেকে সিনোফার্ম ও ফাইজারের টিকাদান শুরু