সংবাদ শিরোনাম :
১৬ জানুয়ারি থেকে ভারতে টিকা দেওয়া শুরু
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৭:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ৭১৬ বার পঠিত
১৬ জানুয়ারি থেকে ভারতে টিকা দেওয়া শুরু
বিশ্বে মহামারি করোনায় সংক্রমণের তালিকায় সবার উপরে আছে ভারত।১৬ জানুয়ারি সকাল থেকে করোনার টিকা দেওয়া হবে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।এছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালও টিকাদান কর্মসূচি উদ্বোধনে নিজ নিজ রাজ্যের প্রতিনিধিত্ব করবেন।
করোনার টিকা কেভিশিল্ড ও কোভ্যাকসিন এ দুটি একযোগে ভারতের ৩৭টি রাজ্যে দেওয়া হবে।
ভারত সরকার ২ দফায় মোট ৩০ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য শুরু করছে কার্যক্রম।১ম ধাপে দেওয়া হবে ৩ কোটি ডোজ।২য় ধাপে দেওয়া হবে আরও ২৭ কোটি ডোজ।
উল্লেথ্য, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ১৫ লাখ মানুষ।মারা গেছেন প্রায় দেড় লাখ।
সূত্র: গণমাধ্যম।