১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘নবাব এলএলবি’ ও অপু বিশ্বাসের ‘প্রিয় কমলা’ সিনেমা
- প্রকাশিত : ০৮:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ ৭৭৫ বার পঠিত
১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘নবাব এলএলবি’ ও অপু বিশ্বাসের ‘প্রিয় কমলা’ সিনেমা
আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ এবং অপু বিশ্বাস অভিনীত ‘প্রিয় কমলা’ সিনেমা।শাকিব খান ধরা দেবেন ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে, অন্যদিকে অপু বিশ্বাস ধরা দেবেন বড় পর্দায়।মুখোমুখি অবস্থানে শাকিব খানের দলে আছেন মাহিয়া মাহি ও স্পর্শিয়া।আর অপু বিশ্বাসের সঙ্গে আছেন বাপ্পী চৌধুরী।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে ‘নবাব এলএলবি’ সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।এই সিনেমায় অভিনয় করেছেন, শাকিব খান, মাহিয়া মাহি, স্পর্শিয়া,শহীদুজ্জামান সেলিম, সুষমা সরকার, সুমন আনোয়ার, রাশেদ মামুন অপু, কাজী উজ্জ্বল, সীমান্ত, শবনম পারভীন প্রমুখ।
আরও পড়ুন: দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’
অপরদিকে ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে ‘প্রিয় কমলা’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়।মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি।একজন বীরাজ্ঘনা নারীর চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে।তার বিপরীতে ‘প্রিয় চরিত্রে আছেন বাপ্পী চৌধুরী।এছাড়া আরও অভিনয় করেছেন সোহেল খান, সেহাঙ্গল বিপ্লব, আজান, মালা প্রমুখ।
সূত্র: গণমাধ্যম।