ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




১৭ নভেম্বর রুনা লায়লা’র জন্মদিনে প্রকাশিত হবে ৪টি গান

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৯:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ৮৯৬ বার পঠিত

রুনা লায়লা

কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

চলতি বছরে ১৭ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন।এবারের জন্মদিনে তার গাওয়া ৪টি নতুন গান প্রকাশিত হবে।জন্মদিনটা বিশেষভাবে উদযাপনের জন্যই এই আয়োজন।

বিজ্ঞাপন

বিগত বছরগুলিতে রুনা লায়লার জন্মদিন খুব ঘটা করেই পালন করেন তার ভক্ত-অনুরাগীরা।পরিবারের সদস্যদের নিয়েও জন্মদিন উদযাপন করেন এই গায়িকা।তবে করোনা কারণে এবারের জন্মদিনটা ভিন্ন ভাবে আয়োজন করতে যাচ্ছে।

জন্মদিনের প্রধাণ আকর্ষণ হচ্ছে তার সুর করা ৪টি নতুন গান দর্শকদের জন্য প্রকাশিত করা।এই ৪টি গানের মধ্যে ২টি গানে কন্ঠ দিচ্ছেন রুনা লায়লার মেয়ে আঁখি আলমগীর ও তানি লায়লা।অন্য দুটি গান গাইবেন লুইপা ও হৈমন্তী রক্ষিত।

গানগুলো প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল।সংগীতায়োজনে রাজা কাশেফ।

গানগুলি নিয়ে অনেক আশাবাদী প্রখ্যাত গায়িকা রুনা লায়লা।কারণ ২০১৭ সালে আলমগীর পরিচালিক একটি সিনেমায় প্রথম সুর করেন রুনা লায়লা।প্রথম সুর করা গানেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার।




ফেসবুকে আমরা




x

১৭ নভেম্বর রুনা লায়লা’র জন্মদিনে প্রকাশিত হবে ৪টি গান

প্রকাশিত : ০৯:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
বিজ্ঞাপন
print news

চলতি বছরে ১৭ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন।এবারের জন্মদিনে তার গাওয়া ৪টি নতুন গান প্রকাশিত হবে।জন্মদিনটা বিশেষভাবে উদযাপনের জন্যই এই আয়োজন।

বিজ্ঞাপন

বিগত বছরগুলিতে রুনা লায়লার জন্মদিন খুব ঘটা করেই পালন করেন তার ভক্ত-অনুরাগীরা।পরিবারের সদস্যদের নিয়েও জন্মদিন উদযাপন করেন এই গায়িকা।তবে করোনা কারণে এবারের জন্মদিনটা ভিন্ন ভাবে আয়োজন করতে যাচ্ছে।

জন্মদিনের প্রধাণ আকর্ষণ হচ্ছে তার সুর করা ৪টি নতুন গান দর্শকদের জন্য প্রকাশিত করা।এই ৪টি গানের মধ্যে ২টি গানে কন্ঠ দিচ্ছেন রুনা লায়লার মেয়ে আঁখি আলমগীর ও তানি লায়লা।অন্য দুটি গান গাইবেন লুইপা ও হৈমন্তী রক্ষিত।

গানগুলো প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল।সংগীতায়োজনে রাজা কাশেফ।

গানগুলি নিয়ে অনেক আশাবাদী প্রখ্যাত গায়িকা রুনা লায়লা।কারণ ২০১৭ সালে আলমগীর পরিচালিক একটি সিনেমায় প্রথম সুর করেন রুনা লায়লা।প্রথম সুর করা গানেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার।