১৭ মার্চ সারাদেশে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে সরকার
- প্রকাশিত : ১২:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ৮৩২ বার পঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ (বুধবার) সারাদেশে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার।
১৬ মার্চ (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ (বুধবার) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ভবন এবং বিদেশে বাংলাদেম মিশনে জাতীয় পতাকা উত্তোলন হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ১০ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার।এর জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় প্যারোড স্কয়ার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।