ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৯:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ৮৬৫ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’

৪৭ এর  দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান ‘খোয়াবনামা’।

বিজ্ঞাপন

আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একই নামে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে।

প্রাচ্যনাটের ৩৭তম এই প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস ‘খোয়াবনামা’। সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবনের আখ্যান এটি। এই গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপুণ হাতে।

আরও পড়ুন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন: মির্জা ফখরুল

কাৎলাহার বিলের ধারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেপাই সর্দার টেলারের গুলিতে মারা পড়ে মুনসি বায়তুল্লাহ শাহ। যাকে ঘিরেই শুরু ‘খোয়াবনামা’ নাটকটির গল্প।

এতে অভিনয় করছেন সাহানা রহমান সুমি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মো. সোহেল রানা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, রকি খান, ডায়না, শ্রাবণ শামীম, একে এম ইত্তেমাম, সাইম বিন মুজিব প্রমুখ।

রাহুল আনন্দের সুরে ‘খোয়াবনামা’র গানের সংগীতায়োজন করেছেন নীল কামরুল। কোরিওগ্রাফি স্নাতা শাহরিনের। আর মঞ্চ সজ্জা ও আলোক ভাবনায় থাকছেন এবি এস জেম ও ঠাণ্ডু রায়হান।




ফেসবুকে আমরা




x

১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’

প্রকাশিত : ০৯:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
বিজ্ঞাপন
print news

১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’

৪৭ এর  দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান ‘খোয়াবনামা’।

বিজ্ঞাপন

আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একই নামে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে।

প্রাচ্যনাটের ৩৭তম এই প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস ‘খোয়াবনামা’। সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবনের আখ্যান এটি। এই গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপুণ হাতে।

আরও পড়ুন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন: মির্জা ফখরুল

কাৎলাহার বিলের ধারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেপাই সর্দার টেলারের গুলিতে মারা পড়ে মুনসি বায়তুল্লাহ শাহ। যাকে ঘিরেই শুরু ‘খোয়াবনামা’ নাটকটির গল্প।

এতে অভিনয় করছেন সাহানা রহমান সুমি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মো. সোহেল রানা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, রকি খান, ডায়না, শ্রাবণ শামীম, একে এম ইত্তেমাম, সাইম বিন মুজিব প্রমুখ।

রাহুল আনন্দের সুরে ‘খোয়াবনামা’র গানের সংগীতায়োজন করেছেন নীল কামরুল। কোরিওগ্রাফি স্নাতা শাহরিনের। আর মঞ্চ সজ্জা ও আলোক ভাবনায় থাকছেন এবি এস জেম ও ঠাণ্ডু রায়হান।