সংবাদ শিরোনাম :
১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ৯০০ বার পঠিত
১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল
করোনার কারণে দফায় দফায় ছুটি বেড়েই চলেছে।১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ছিল সেটি বাড়িয়ে ১৯ ডিসেম্বর করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২ নভেম্বর সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।
বিগত কয়েকদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিলেন।ডা. দীপু মনির সংবাদ সম্মেলনের দেওয়া বক্তব্যের সূত্র ধরে কিছু গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।স্যোশাল মিডিয়াতেও অনেকে পেইজে বলা হয়, এবারের চলমান ছুটি আর বাড়ছে না।যদিও তাৎক্ষনাত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়গুলো সঠিক নয় বলে উল্লেখ করেছিল শিক্ষামন্ত্রণালয়।
গত ১৭ মার্চ থেকে করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।