২০১ গম্বুজ মসজিদে আগামী ৬ শুক্রবারের জুমার নামাজে খুৎবা দিবেন যারা
- প্রকাশিত : ০৫:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ১০৫৮ বার পঠিত
২০১ গম্বুজ মসজিদে আগামীর পবিত্র জুমার নামাজে খুৎবা প্রদান করতে যাদের আমন্ত্রণ করা হয়েছে ।
১৯/০৩/২০২১ মুফতি ইব্রাহিম খলিল আবরারী, মুন্সিগঞ্জ ।
২৬/০৩/২০২১ ক্বারি পীরজাদা মাওঃ মুফতি আবদুল কদ্দুস বিপ্লবী, আশুলিয়া, ঢাকা ।
০২/০৪/২০২১ মুফতি মনিরুজ্জামান আল গনি, সাভার, ঢাকা ।
০৯/০৪/২০২১ মুফতি আবদুল্লাহ আল মামুন, বসিলা, ঢাকা ।
১৬/০৪/২০২১ মুফতি এসএম দীন ইসলাম, নারায়ণগঞ্জ ।
২৩/০৪/২০২১ মুফতি ফেরদাউস আল আজাদ, চাঁদপুর ।
বিঃ দ্রঃ কোন কারনে পূর্ব নির্ধারিত শিডিউল পরিবর্তন হলে পেইজে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।
সুত্রঃ মোঃ আব্দুল হান্নান, সদস্যঃ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্ট ।
উল্লেখ্য, ২০১৩ সালের জানুয়ারিতে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে।এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার মা রিজিয়া খাতুন।
২০১ গম্বুজ মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং ২য় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ।মসজিদটি এখনো নির্মাণাধীন।মসজিদটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত।
অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে।এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে ২০০টি।এদের প্রত্যেকের উচ্চতা ১৭ ফুট।মূল মসজিদের চার কোণায় রয়েছে ৪টি মিনার।এদের প্রত্যেকের উচ্চতা ১০১ ফুট।পাশাপাশি আরও ৪টি মিনার আছে ৮১ ফুট উচ্চতার।সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই নির্মিত হবে।এর উচ্চতা হবে ৪৫১ ফুট।১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ পুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।