২০২১ সালের আয় নিয়ে দুশ্চিন্তায় ফেসুবক
- প্রকাশিত : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ ৯৫৩ বার পঠিত
সারা বিশ্বে করোনা মহামারি চলছে।করোনার কারণে চলতি বছরে ফেসবুকের বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে।এবছর আয় বাড়লেও আগামীতে কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় ফেসবুক কর্তৃপক্ষ।
গত ৩ মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) ফেসবুকের রাজস্ব ২২ শতাংশ বেড়ে ২ হাজার ১৪৭ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। সূত্র: বার্তা সংস্থা রয়টার্স।
কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপলের প্ল্যাটফর্মে প্রাইভেসি পরিবর্তন ও করোনাকালীন সময়ে অনলাইনে ই-কমার্সের বিস্তৃতি।এসব ফেসবুকের আয়ের জন্য হুমকি হয়ে উঠেতে পারে।যার কারণে তাদের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিতের দিকেই যাচ্ছে এমনটাই মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ।
ই-কমার্সের বিজ্ঞাপনের কারণে তাদের আয় বেড়েছে।কিন্তু এটা পরিবর্তন হলে ২০২১ সালে তাদের আয়ের ওপর প্রভাব পড়বে।
আয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ফেসবুক ব্যবহারকারী প্রতিনিয়ত বেড়েই চলছে।গত প্রান্তিকে তাদের মোট ব্যবহারকারী ২৭৪ কোটিকে দাঁড়িয়েছে।
ফেসবুকের ২য় প্রান্তিকে আয় ছিল ১,৭৬৫ কোটি মার্কিন ডলার।তার তুলনায় পরের ৩ মাসে ২২ শতাংশ আয় বেড়েছে ফেসবুকের।