মামুনুর রশিদ, লালমনিরহাট প্রতিনিধি: সারা বিশ্বে করোনা মহামারী পরিস্থিতির কারনে বাংলাদেশের শিক্ষার যেনো মুখ থুবরে পরেছে।অবশেষে সব জল্পনা কল্পনা শেষ করে গত (১২)সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন : জাবির হল খুলছে ২১ অক্টোবর
এদিকে করোনার কারনে ২০২১ সালের এস এস সি ও এইচ এস সি পরিক্ষার অবশেষে মুক্তির অবসান ঘটিয়ে গত সোমবার ২৭ সেপ্টেম্বর এই ২টি পরীক্ষার সময়সুচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। সময় সুচি অনুযায়ী এস এস সি পরীক্ষা শুরু হবে ১৪ই নভেম্বর থেকে,আর এইচ এস এস সি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। গত ২৭ সেপ্টেম্বর (সোমবার) শিক্ষা বোর্ড গুলোর ওয়েবসাইটে প্রকাশিত সুচি অনুযায়ী এস এস সি এর বিজ্ঞান ও মানবিক শাখার পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে।আর বানিজ্য শাখার পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে।মাত্র ৩টি বিষয়ে এস এস সি এর পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর। কোভিড মহামারীর কারনে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা গুলো অনুষ্ঠিত হবে। আমরা আশাবাদী পরীক্ষার ক্ষেত্রে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা হবে ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদক : শেখ মাজহারুল ইসলাম শাকিল