২০২১ সালের গরমের আগে করোনা যাবে না-ইমানুয়েল ম্যাঁক্রো
- প্রকাশিত : ০৮:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ৯৫৭ বার পঠিত
২০২১ সালের গরমের আগে করোনা যাবে না-ইমানুয়েল ম্যাঁক্রো
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সম্প্রতি একটি মন্তব্য করেছেন যে, ২০২১ সালের গ্রীষ্মের আগে করোনাভাইরাস যাওয়ার কোন সম্ভাবনা নেই।
ফ্রান্সে ১০ লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।গত শুক্রবার (২৩ অক্টোবর) ফ্রান্সে নতুন করে ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ২৯৮ জনের।
ইউরোপে প্রতিদিন এত করোনা রোগী বাড়ছে যা মোকাবেলা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এমনটাই দাবী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।গত ১০ দিনে ইউরোপে দৈনিক সংক্রমণ ২ গুণ হয়ে গেছে।এই মহাদেশে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৭৮ লাখের বেশি।মৃত্যু হয়েছে কম পক্ষে ২ লাখ ৪৭ হাজার জন।
WHO এর প্রধান তেদরোস আদোহম বলেন, আগামী কয়েক মাস অনেক অনেক কঠিন হতে যাচ্ছে।কয়েকটি দেশে পরিস্থিতি খুব মারাত্মক হবে।ম্যাঁক্রো বলেন, তিনি বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেই এই শঙ্কার বিষয়টি জানিয়েছেন।লকডাউন দিতে হবে কিনা, সেটিও বলার মতো পরিস্থিতি এখনও আসেনি।যদিও ফ্রান্সে রাত্রীকালীন লকডাউন চলছে।
সূত্র: ফ্রান্স ২৪, বিবিসি।