ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ




স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের মার্চে পূর্বাচলে  আন্তর্জাতিক বাণিজ্যমেলা

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১০:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ ৯২১ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের মার্চে পূর্বাচলে  আন্তর্জাতিক বাণিজ্যমেলা

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২১ করোনা সংক্রমণের কারনে জানুয়ারিতে হচ্ছে না।তবে করোনা প্রকোপ কমলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শেখ হাসিনার সম্মতিক্রমে আগামী মার্চ মাসের যে কোন দিন উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

এবারের বাণিজ্যমেলায় শারীরিক উপস্থিতির পাশাপাশি এবার অনলাইনেও চলবে মেলা।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো’র সূত্রে জানা যায়, সব সময় ইংরেজি বছরের ১ম দিন অর্থাৎ ১লা জানুয়ারি থেকে মেলা শুরু হয়।কিন্তু নভেম্বর থেকে করোনার ২য় ওয়েভ আসায় এবারের মেলা মার্চে শুরুর প্রস্তাব এসেছে।সামগ্রিক বিবেচনা করে আগামী বছরের মার্চে পূ্র্বাচলে স্থায়ী কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনলাইন ও শারীরিক উপস্থিতি-উভয় পদ্ধতিতে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

১৩ ডিসেম্বর (রবিবার) ইপিবি এর বোর্ড সভায় ২০২১ বাণিজ্যমেলা নিয়ে আলোচনা হয়।বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে সভায় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচ এম আহসান, ইপিবি মহাপরিচালক মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মাহবুবুর রহমান বলেন, করোনার জন্য এবার আমরা জানুয়ারিতে মেলা আয়োজন করতে পারছি না।তবে সুখবর হলো বাণিজ্যমেলার নিজস্ব কমপ্লেক্স বা বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রটি ৩১ ডিসেম্বর পেয়ে যাবো।তাই শেখ হাসিনার কাছে আমরা তারিখ চেয়ে প্রাথমিকভাবে একটি প্রস্তাব পাঠিয়েছি।এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সম্মতি দেন তাহলে মেলা আয়োজন করা হবে।আর প্রধানমন্ত্রীর নির্ধারিত তারিখে মেলা উদ্বোধন করা হবে।

মহামারী করোনায় মেলা কীভাবে আয়োজন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা যেহেতু নিজস্ব প্রদর্শনী সেন্টার পেয়ে যাচ্ছি।তাই পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করা হবে।এখন পর্যন্ত কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি।স্টিয়ারিং কমিটির সভায় কী সিদ্ধান্ত হয় সেটার ওপর নির্ভর করছে।

সূত্র: গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন:




ফেসবুকে আমরা




x

স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের মার্চে পূর্বাচলে  আন্তর্জাতিক বাণিজ্যমেলা

প্রকাশিত : ১০:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
বিজ্ঞাপন
print news

স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের মার্চে পূর্বাচলে  আন্তর্জাতিক বাণিজ্যমেলা

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২১ করোনা সংক্রমণের কারনে জানুয়ারিতে হচ্ছে না।তবে করোনা প্রকোপ কমলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শেখ হাসিনার সম্মতিক্রমে আগামী মার্চ মাসের যে কোন দিন উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

এবারের বাণিজ্যমেলায় শারীরিক উপস্থিতির পাশাপাশি এবার অনলাইনেও চলবে মেলা।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো’র সূত্রে জানা যায়, সব সময় ইংরেজি বছরের ১ম দিন অর্থাৎ ১লা জানুয়ারি থেকে মেলা শুরু হয়।কিন্তু নভেম্বর থেকে করোনার ২য় ওয়েভ আসায় এবারের মেলা মার্চে শুরুর প্রস্তাব এসেছে।সামগ্রিক বিবেচনা করে আগামী বছরের মার্চে পূ্র্বাচলে স্থায়ী কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনলাইন ও শারীরিক উপস্থিতি-উভয় পদ্ধতিতে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

১৩ ডিসেম্বর (রবিবার) ইপিবি এর বোর্ড সভায় ২০২১ বাণিজ্যমেলা নিয়ে আলোচনা হয়।বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে সভায় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচ এম আহসান, ইপিবি মহাপরিচালক মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মাহবুবুর রহমান বলেন, করোনার জন্য এবার আমরা জানুয়ারিতে মেলা আয়োজন করতে পারছি না।তবে সুখবর হলো বাণিজ্যমেলার নিজস্ব কমপ্লেক্স বা বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রটি ৩১ ডিসেম্বর পেয়ে যাবো।তাই শেখ হাসিনার কাছে আমরা তারিখ চেয়ে প্রাথমিকভাবে একটি প্রস্তাব পাঠিয়েছি।এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সম্মতি দেন তাহলে মেলা আয়োজন করা হবে।আর প্রধানমন্ত্রীর নির্ধারিত তারিখে মেলা উদ্বোধন করা হবে।

মহামারী করোনায় মেলা কীভাবে আয়োজন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা যেহেতু নিজস্ব প্রদর্শনী সেন্টার পেয়ে যাচ্ছি।তাই পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করা হবে।এখন পর্যন্ত কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি।স্টিয়ারিং কমিটির সভায় কী সিদ্ধান্ত হয় সেটার ওপর নির্ভর করছে।

সূত্র: গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন: