২০২২ সালের সংসদের প্রথম অধিবেশন ১৬ জানুয়ারি

- প্রকাশিত : ০৭:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ২৫২ বার পঠিত

২০২২ সালের শুরুতেই চলমান জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনের বৈঠক আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই বছরে সংসদের প্রথম এই অধিবেশন বসবে আগামী ১৬ জানুয়ারি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মোতাবেক জাতীয় সংসদের এক অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। চলমান সংসদের সর্বশেষ এবং পঞ্চদশ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিলো গত বছর ১৮ নভেম্বর। তাই নির্ধারিত ৬০ দিন পার হওয়ার আগেই রাষ্ট্রপতি আবার সংসদীয় অধিবেশনের ডাক দিলেন।
দেশের সংসদ সচিবালয়ের উপ সচিব নাজমুল হক জানিয়েছেন, সংবিধানের বিধান অনুসারে বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভাষণের পর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাবও তোলা হবে। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতি ভাষনের অনুমোদনও দিয়েছে।
চলতি বছরের প্রথম এই অধিবেশনও হবে করোনা মহামারির কারনে সৃষ্ট স্বাস্থ্যবিধি অনুসরণ করে। ওমিক্রনের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি আরও কঠোর করার মতো সিদ্ধান্তও আসতে পারে এই অধিবেশনে, এমনটাই জানিয়েছেন সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা।