সংবাদ শিরোনাম :
২০২২ সালে জুন মাসে চালু হবে স্বপ্নের পদ্মা সেতু
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৪:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ৭১৫ বার পঠিত
২০২২ সালে জুন মাসে চালু হবে স্বপ্নের পদ্মা সেতু
আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে দক্ষিণ জনপদের মানুষের বহুল প্রতিক্ষিত স্বপ্নের পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।এমনটাই আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
১০ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়ে বলেন,পদ্মা সেতু এখন বাস্তব।বেলা সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ সচিব এই ঘোষণা দেন।
দুপুর ১২টার আগেই পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর ঠিকঠাক বসানো হয় সর্বশেষ স্প্যানটি।এর মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার সেতুর পুরো মূল কাঠামো দৃশ্যমান হয়।
সূত্র: গণমাধ্যম।