সংবাদ শিরোনাম :
২৪ ঘন্টার সফরে আগামী ৪ মার্চ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৮:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ৮৩০ বার পঠিত
২৪ ঘন্টার সফরে আগামী ৪ মার্চ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর
চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রীতে যোগ দিতে ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তারই সফরসূচি চূড়ান্ত করতে ২৪ ঘন্টার সফরে আগামী ৪ মার্চ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
নরেন্দ্র মোদি ২৬ মার্চ সুবর্ণজয়ন্ত্রীতে যোগ দিবেন।পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকে জ্বালানি, যোগাযোগসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মরক স্বাক্ষর হবে।কোন কোন বিষয়ে আলোচনা হবে সেটি চূড়ান্ত করতেই জয়শঙ্করের ঢাকা আসা।
উল্লেখ্য, এর আগে গত ১৭ মার্চ ২ প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।গত ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফর করেন।তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র দেয়া হয়।