সংবাদ শিরোনাম :
২৪ মার্চ স্বাধীনতা পুরস্কার ২০২১ দেয়া হচ্ছে না
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১২:৫৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১ ৬৪৯ বার পঠিত
চলতি মাসের ২৪ তারিখ স্বাধীনতা পুরস্কার ২০২১ দেওয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান বাতিল করেছে সরকার।২১ মার্চ (রবিবার) এক সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।
আরও জানানো হয়, এবছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান উপলক্ষে ২৪ মার্চ এ অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হয়েছে।অনুষ্ঠানের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে গত ৭ মার্চ তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন: প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ আইসিইউতে
সূত্র: গণমাধ্যম।