২৫ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন
- প্রকাশিত : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ৬৫১ বার পঠিত
বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে।
বার কাউন্সি চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমি উদ্দিনের স্বাক্ষর নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ১১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।
আসন্ন নির্বাচনে মোট ১৪ জন সদস্য ৩ বছরের জন্য নির্বাচিত হন।এর মধ্যে সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে ৭ জন এবং দেশের ৭টি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও ৭ জন নির্বাচিত হয়ে থাকেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান।
উক্ত বার কাউন্সিল নির্বাচনে সারাদেশের প্রায় ৫০ হাজার আইনজীবী ৩ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
আড়ও পড়ুন: আজ বিশ্ব কবিতা দিবস
সূত্র: গণমাধ্যম।