বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে জকিগঞ্জ

- প্রকাশিত : ১১:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ৫০৯ বার পঠিত

দেশের সিলেটের জকিগঞ্জে অনুসন্ধান কূপে বড় ধরনের সম্ভাবনা খুঁজে পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এটি বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৫ জুন(মঙ্গলবার)সকাল সোয়া ১০টায় ডিএসটি(ড্রিল স্টিম টেস্ট)সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানি।
জকিগঞ্জ কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথম একটি স্তরের টেস্ট চলমান। কূপটিতে মোট ৪টি স্তুরে গ্যাস প্রাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেছেন, এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা ভালো কিছু আশা করছি। অনেক সময় পকেট থাকতে পারে, তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘণ্টা দু’য়েক পর্যবেক্ষণের পর বলতে পারবো। তার আগে বললে সেটি সঠিক নাও হতে পারে।
সম্প্রতি একটি সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান ওই ফিল্ডটি সম্পর্কে সফল হওয়ার কথা বলেছিলেন। সেখানে কূপের প্রেসার ৬০ হাজারের অধিক রয়েছে।
আরও পড়ুন: ২৮ জুন থেকে পর্যায়ক্রমে স্কুল খোলার কথা ভাবছে সিঙ্গাপুর