২৮ জুন থেকে পর্যায়ক্রমে স্কুল খোলার কথা ভাবছে সিঙ্গাপুর
- প্রকাশিত : ০২:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ৬৩৩ বার পঠিত
মহামারি করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই শিশুদের মধ্যে টিকাদান কার্যক্রমের গতি বাড়িয়েছে সিঙ্গাপুর।ফলে চলতি মাসের শেষ দিক থেকেই পর্যায়ক্রমে স্কুলগুলো ফের চালু করার পরিকল্পনা করছে দেশটি।
সিঙ্গাপুর প্রথম কয়েকটি দেশের একটি, যারা ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক টিকা ব্যবহারের অনুমোদন দেয়। বিদ্যালয় খুলে দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে গত ১১ জুন থেকে শিক্ষার্থীদের টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে বলা হয়।
দেশটির শিক্ষা কর্মকর্তারা ২৮ জুন থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরাতে চাইছেন। গতকাল দেশটির শিক্ষামন্ত্রী চান চুন সিং একটি ফেসবুক পোস্টে বলেন, আমাদের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে। আর তাদের মধ্যে এক-তৃতীয়াংশ টিকার প্রথম ডোজ পেয়েছে।
আরও পড়ুন: ১৯ জুন থেকে সিনোফার্ম ও ফাইজারের টিকাদান শুরু
সূত্র: ব্লুমবার্গ