সংবাদ শিরোনাম :
২ দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৭:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২ ২২৩ বার পঠিত

২ দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
আজ সন্ধ্যা ছয়টায় তাঁর বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করার কথা। আর সন্ধ্যা সাড়ে সাতটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া নৈশভোজে তিনি অংশ নেবেন।
গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বাংলাদেশ সফরে বেশ কয়েকটি চুক্তি সই ও নবায়ন হতে পারে।