২ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন নরেন্দ্র মোদি
- প্রকাশিত : ১০:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১ ৬৩৯ বার পঠিত
২ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন।২৭ মার্চ(শনিবার) রাত ৯টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন নরেন্দ্র মোদি।বৈঠকে ২ প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।বৈঠকের সময়, দু’দেশের নানা কূটনৈতিক বিষয় টেবিলে উপস্থাপিত হয়েছে বলে জানা যায়।পরে, যৌথভাবে ২ সরকারপ্রধান ভার্চুয়ালি উদ্বোধন করেন ঢাকা-নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী রেল চলাচলসহ বেশ কয়েকটি প্রকল্পের।
উল্লেখ্য, ২৬ মার্চ(শুক্রবার) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দুদিনের সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: টিসি দেয়ার সময় অতিরিক্ত ফি নিলে শাস্তি
সূত্র: গণমাধ্যম।