২ সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া বাড়ছে ৬০ শতাংশ

- প্রকাশিত : ০১:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ৮৭৪ বার পঠিত

দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় সরকারের ১৮টি নির্দেশনার মধ্যে গণপরিবহেন ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার কথা বলা হয়েছে।সেই নির্দেশনার আলোকে আগামী ২ সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।
৩১ মার্চ(বুধবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ১৪ দিন তা বহাল থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত ২৯ মার্চ(বুধবার)গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার।শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।এই প্রজ্ঞাপনায় আরও বলা হয়, সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে।দরকার হলে বন্ধ রাখতে হবে।বিদেশ থেকে আসা যাত্রীদের ২ সপ্তাহ পর্যন্ত প্রাতিষ্ঠানিক(হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে দেশের ২৯টি জেলা
সূত্র: গণমাধ্যম।