ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ




৩য় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০১:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৬২৮ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

৩য় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

আজ  বৃহস্পতিবার(২৩ মার্চ) তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করতে চায় তামিম ইকবালের দল।

বিজ্ঞাপন

সিলেট আন্তির্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

১ম ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩৮ রান করে বাংলাদেশ। ম্যাচে রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ১৮৩ রানের জয় পায় টাইগাররা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সামনে লড়াই করতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ সমতায় শেষ করার সুযোগ এখনও আছে আয়ারল্যান্ডের।

চলতি সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ দল যে ধরনের ক্রিকেট খেলেছে তাতে সিরিজ হার এড়ানো কঠিন আয়ারল্যান্ডের জন্য। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় ৮টিতে, আয়ারল্যান্ডের জয় ২টিতে। বাকী ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

আইরিশ কোচ হেনরিখ মালান বলেন, ‘আমরা বিষয়টিকে বিবেচনায় রাখছি, আজ আমাদের এক-দু’টি নতুন উপায় বের করতে হবে যাতে জুটি ভাঙতে পারি ও প্রতিপক্ষের কিছু খেলোয়াড়কে চাপে রাখতে পারি।’

তিনি আরও বলেন, ‘এটি ভালো উইকেট ছিল। যতটা প্রভাব ফেলবে বলে আমরা আশা করেছিলাম ততটা হয়নি। এটি এমন কিছু যা আমরা চিহ্নিত করেছি এবং আজ সমাধান করার চেষ্টা করবো।’

৩য় ওয়ানডে থেকে আফিফ হোসেন এবং শরিফুল ইসলামকে বাদ দিয়েছে বাংলাদেশ। রনি তালুকদারের মত খেলোয়াড়ের দেশের হয়ে প্রথম ওয়ানডে খেলার সুযোগ থাকছে। প্রথম ওয়ানডের আগে অনুশীলন সেশনে ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যাথা পান অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনিও।

যদিও বিশ্বমানের স্পিন আক্রমণ আছে স্বাগতিকদের। তাই পেসারদের জ্বলে উঠার প্রয়োজন তেমন একটা পড়েনি। কারণ ঘরের মাঠে আইরিশদের গুড়িয়ে দেয়ার জন্য স্পিনাররাই যথেষ্ট। ধারণা করা হচ্ছিলো- বাংলাদেশের পেস বোলারদের সহজে মোকাবেলা করতে পারবে আয়ারল্যান্ড। তবে মাঠের খেলায় টাইগার পেসারদের তোপের মুখেই নাকাল হয়েছেন আইরিশ ব্যাটাররা।




ফেসবুকে আমরা




x

৩য় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

প্রকাশিত : ০১:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
বিজ্ঞাপন
print news

৩য় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

আজ  বৃহস্পতিবার(২৩ মার্চ) তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করতে চায় তামিম ইকবালের দল।

বিজ্ঞাপন

সিলেট আন্তির্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

১ম ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩৮ রান করে বাংলাদেশ। ম্যাচে রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ১৮৩ রানের জয় পায় টাইগাররা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সামনে লড়াই করতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ সমতায় শেষ করার সুযোগ এখনও আছে আয়ারল্যান্ডের।

চলতি সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ দল যে ধরনের ক্রিকেট খেলেছে তাতে সিরিজ হার এড়ানো কঠিন আয়ারল্যান্ডের জন্য। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় ৮টিতে, আয়ারল্যান্ডের জয় ২টিতে। বাকী ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

আইরিশ কোচ হেনরিখ মালান বলেন, ‘আমরা বিষয়টিকে বিবেচনায় রাখছি, আজ আমাদের এক-দু’টি নতুন উপায় বের করতে হবে যাতে জুটি ভাঙতে পারি ও প্রতিপক্ষের কিছু খেলোয়াড়কে চাপে রাখতে পারি।’

তিনি আরও বলেন, ‘এটি ভালো উইকেট ছিল। যতটা প্রভাব ফেলবে বলে আমরা আশা করেছিলাম ততটা হয়নি। এটি এমন কিছু যা আমরা চিহ্নিত করেছি এবং আজ সমাধান করার চেষ্টা করবো।’

৩য় ওয়ানডে থেকে আফিফ হোসেন এবং শরিফুল ইসলামকে বাদ দিয়েছে বাংলাদেশ। রনি তালুকদারের মত খেলোয়াড়ের দেশের হয়ে প্রথম ওয়ানডে খেলার সুযোগ থাকছে। প্রথম ওয়ানডের আগে অনুশীলন সেশনে ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যাথা পান অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনিও।

যদিও বিশ্বমানের স্পিন আক্রমণ আছে স্বাগতিকদের। তাই পেসারদের জ্বলে উঠার প্রয়োজন তেমন একটা পড়েনি। কারণ ঘরের মাঠে আইরিশদের গুড়িয়ে দেয়ার জন্য স্পিনাররাই যথেষ্ট। ধারণা করা হচ্ছিলো- বাংলাদেশের পেস বোলারদের সহজে মোকাবেলা করতে পারবে আয়ারল্যান্ড। তবে মাঠের খেলায় টাইগার পেসারদের তোপের মুখেই নাকাল হয়েছেন আইরিশ ব্যাটাররা।