৩ বছরে আরও ১২ লাখ অভিবাসী নিচ্ছে কানাডা
![](https://kalerdhara24.com/wp-content/uploads/2022/12/icon.png)
- প্রকাশিত : ১২:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ১১২৯ বার পঠিত
![৩ বছরে আরও ১২ লাখ অভিবাসী নিচ্ছে কানাডা print news](https://kalerdhara24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কানাডা সরকার আগামী ৩ বছরে ১২ লাখ অভিবাসী নিচ্ছে ।এমনকি তাদের স্থায়ীভাবে বসবাসেরেও অনুমতি দিবে কানাডা সরকার।
করোনা কারণে শ্রমবাজারের ঘাটতি পূরণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে এই পরিকল্পনা গ্রহণ করেছে কানাডা।কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সাংবাদিকদের জানান, দেশটির কেন্দ্রীয় সরকার ২০২১ সালে ৪ লাখ ১ হাজার, ২০২২ সালে চার লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে আরও ৪ লাখ ২১ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, করোনার আগে অভিবাসনের মাধ্যমে অর্থনীতি সামনের দিকে এগিয়ে নেওয়ায় সরকারের লক্ষ্যটি ছিল উচ্চভিলাষী।কিন্তু বর্তমানে সেটি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।দেশে আরও বেশি কর্মীর প্রয়োজন।যা পূরণের অন্যতম উপায় হচ্ছে অভিবাসন।
জানা গেছে, ২০২১ সালে ২ লাখ ৩২ হাজার ৫০০ জন সম্পূর্ণ নতুন অভিবাসী গ্রহণ করবেন দেশটির সরকার।এরইমধ্যে পরিবারের সদস্য রয়েছে এমন ব্যক্তি যেতে পারবেন ১ লাখ ৩ হাজার ৫০০ জন।শরণার্থী ও অন্য সুরক্ষিত ব্যক্তি ৫৯ হাজার পাঁচশত এবং আরও ৫ হাজার অভিবাসীকে মানবিক কারণে গ্রহণ করা হবে।
বার্তাসংস্থা রয়টার্সের মতে, চলতি বছরের আগষ্ট মাস পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪২৫ হাজার ৪২৫ জন নতুন অভিবাসীকে আশ্রয় দিয়েছে কানাডা, যা এ বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকের চেয়েও কম।
সূত্র: আল জাজিরা।