৪র্থ টি-২০ খেলতে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে টাইগাররা
- প্রকাশিত : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ৬৮৭ বার পঠিত
১মবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সেই সিরিজে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
২ দলের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ(৭ আগষ্ট)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।
অস্ট্রেলিয়ার একগাদা শর্ত পূরণ করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কড়া নিরাপত্তায় চলমান এই সিরিজে এখন পর্যন্ত টাইগারদেরই জয় জয়কার। সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে অজিদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে এবং তৃতীয় ম্যাচে ১০ রানের জয় পেয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
৪র্থ টি-২০ তেও জয়ের ধারা অব্যাহতই রাখতে চায় লাল-সবুজের পতাকাধারীরা। তা তো চাইবেই। কেননা এই সংস্করণে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। শেষ ৬ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে তারা। এর আগে ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে এর আগে এত ধারাবাহিক ছিলো না টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
বেন ম্যাকডারমোট, ম্যাথু ওয়েড(অধিনায়ক), মিচেল মার্শ, মোসেজ হ্যানরিকুইস, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জস হ্যাজলউড, অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস।