সংবাদ শিরোনাম :
৪১তম বিসিএস পরীক্ষার্থীদের সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ

কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৯:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ৭২৬ বার পঠিত

১৯ মার্চ (শুক্রবার) ৪১তম বিসিএস পরীক্ষা।সেইসাথে চলছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সবুর্ণজয়ন্তী উপলক্ষ্যে ১৯ মার্চ আগত বিদেশী ভিআইপিদের চলাচলের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে গুরূত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।যার কারণে কিছু কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে।
একই দিনে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।সকল পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার জন্য অনুরোধ করা হলো।
যাতে করে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে নিজের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃথ প্রকাশ করছে।
সূত্র: গণমাধ্যম।