৫৫ বছর পর স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড

- প্রকাশিত : ১১:১৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ৬১৭ বার পঠিত

দীর্ঘ ৫৫ বছর পর স্বপনের ফাইনালে ইংল্যান্ড।১৯৯৬ সালের বিশ্বকাপের পর এই প্রথম কোন মেজর(বিশ্বকাপ ও ইউরো কাপ)এর ফাইনালে উঠলো ইংল্যান্ড।
ইউরো কাপে ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার (০৭ জুলাই) রাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের পর ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গ্যারেথ সাউথগেটের দল।
ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতা থাকার পর অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের পেনাল্টি গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ১২ জুলাই ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালি।
১৯৬৬ সালে শেষবার কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ফুটবলের জনক বলে দাবি করা ইংলিশরা। সেবার বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয়েছিল।
কিন্তু এরপর আর ভাগ্যের শিকে ছিঁড়েনি। চার-চারবার সেমিফাইনাল থেকেই (দুইবার বিশ্বকাপে, দুইবার ইউরোতে) ছিটকে পড়তে হয়েছে। কত অপেক্ষা, কত স্বপ্ন। অবশেষে ধরা দিল ফাইনাল।