সংবাদ শিরোনাম :
২ অক্টোবর অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার টিকা আসছে
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১২:২৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ৫৪০ বার পঠিত
২ অক্টোবর অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার টিকা আসছে
জার্মানি থেকে ৭ লাখ ৯০ হাজার অ্যাস্ট্রাজেনেকার ডোজ টিকা দেশে আসছে শনিবার (২ অক্টোবর)। টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াও উপস্থিত থাকবেন।
বাংলাদেশের মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, শনিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার এসব টিকার পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন : বাংলাদেশে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ
গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে।
এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন।