ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় অক্রান্ত
- প্রকাশিত : ০৩:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ৬৭৩ বার পঠিত
টলিউডে করোনায় আক্রান্ত হয়েছেন একসময়কার জনপ্রিয় চিত্রানায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।বর্তমানে তিনি সিঙ্গাপুরে আইসোলেশনে রয়েছেন। ১৫ মার্চ (সোমবার) রাতে নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।
অন্যান্য দেশের ন্যায় ভারতেও বেড়েছে করোনা সংক্রমণ।বিশেষ করে মুম্বাইয়ে বেশি করোনায় সংক্রমিত হচ্ছে।তারই মধ্যে পুরোদমে চলছে শুটিং।এর ফলে বলিউড থেকে ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা রণবীর কাপুর, নির্মাতা সঞ্জয় লীলা বানসালি ও অভিনেত্রী তারা সুতারিয়া।
এবার টলিউড থেকে নতুন করে ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্তের খবর।তবে এই অভিনেত্রী জানিয়েছেন, তার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই।তারপরও তিনি প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছেন।ইনষ্টাগ্রামে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
১৫ মার্চ (সোমবার) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোষ্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘শরীর ভালোই আছে।আমার পরিবার ও কর্মীরাও সুস্থ আছেন।চিকিৎসক যা বলেছেন, সেটা মেনে চলছি।প্রার্থনা ও শুভকামনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন: ছেলের বাবা হলেন সাকিব আল হাসান
সূত্র: গণমাধ্যম।