নেত্রকোনার খালিয়াজুরির সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ
- প্রকাশিত : ১০:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ২৫১৮ বার পঠিত
আশরাফুল সিজান, মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স ২য় বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ভর্তি নোটিশ দেওয়ার আগেই ভর্তি কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের।
তাদের অভিযোগ ,অনার্স ১ম বর্ষের সকল ছাত্রছাত্রীদের থেকে ২য় বর্ষে অতিরিক্ত ফি আদায় করছে , যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ্য বেসরকারী কলেজগুলোর ভর্তি ফি থেকেও অনেক বেশি। তারা আরো বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনার্স ২য় বর্ষে ভর্তি কার্যক্রম সংক্রান্ত কোনো নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় পাব্লিশ করে নি। তবুও কলেজ থেকে ভর্তির নির্দেশ দিয়েছেন কলেজ কতৃপক্ষ। যা এই লকডাউনে অনেক শিক্ষার্থী ভোগান্তীর শিকার । এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ভর্তির নির্দিষ্ট খাত ছাড়াও কলেজ থেকে অতিরিক্ত ২৬টি খাতের টাকার কথা বলেছেন কলেজটির বাংলা ডিপার্মেন্টের শিক্ষক।
শিক্ষার্থীরা আরো জানান এই করনাকালীন সময়ে এই অনিয়মের শিকার হচ্ছি আমরা সহ অভিবাবকবৃন্দ। এতে ভর্তিচ্ছুক ২য় বর্ষের শিক্ষার্থীরা কলেজের অতিরিক্ত ফি নেওয়ার জন্য মানব বন্ধনের আয়োজন করবে বলে জানান।
এই ঘটনায় সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা ডিপার্মেন্টের শিক্ষক মোঃ হাবিব বাহার স্যার বলেছেন, আগের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত,কিন্ত করুনার কারনে তাদের সরকারি সুবিধা আটকে আছে ফলে কলেজ থেকে তাদের ( শিক্ষকদের) বেতন চালিয়ে যাওয়ার নির্দেশ এসেছে। তিনি আরো বলেন ভর্তি খাত ছাড়াও কলেজের আরো ২৬ টি খাতের টাকা তুলতে হয়।
যা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি খাতের বহিঃভুত।
এই বিষয়ে শিক্ষার্থীদের অভিবাবকগন জানান, এই করুনা কালীন সময়ের মধ্যে কোনো প্রকার নোটিশ ছাড়াই কলেজে ভর্তির কার্যক্রম চালু হয় কি করে? সরকারি কলেজে জুলুম করে অতিরিক্ত ভর্তি ফি আদায় করে নিচ্ছে, যা এই লক ডাউনের সময় শিক্ষার্থীদের অভিবাবকদের হেয়ানস্থার শিকার হতে হচ্ছে । এবং তারা খালিয়াজুরি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করছে