শিক্ষাকেন্দ্রে শুরু হচ্ছে ২ মাসের বেসিক জার্নালিজম কোর্স
- প্রকাশিত : ১০:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ৫৪৫ বার পঠিত
সাংবাদিকদের পেশাগত উন্নয়নে আগামী ২৬ মার্চ থেকে শিক্ষাকেন্দ্রে শুরু হচ্ছে জার্নালিজম কোর্স। দুই মাসের এই অনলাইন কোর্সে থাকছে রেকর্ডেড ও লাইভ ক্লাস।
দেশে প্রিন্ট পত্রিকার পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে অনলাইন পোর্টাল। কিন্তু সাংবাদিকদের জন্য নেই পর্যাপ্ত ট্রেনিং সুবিধা। তাই এই সব তরুণ সাংবাদিকদের কথা চিন্তা করে শিক্ষাকেন্দ্রে চালু হচ্ছে বেসিক জার্নালিজম কোর্স। ৮টি রেকর্ডেড ক্লাসের পাশাপাশি প্রতি সপ্তাহে শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত লাইভ ক্লাসও হবে। দেশের যে কোন প্রান্ত থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে করা যাবে এই কোর্সটি। কোর্স শেষে থাকবে একটি মূল্যায়ন পরীক্ষা। দেওয়া হবে একটি সার্টিফিকেটও।
জার্নালিজম কোর্সের ফি ১৫০০ টাকা হলেও এখন ৮০০ টাকায় ভর্তি হওয়া যাবে। আর ২৫ মার্চের মধ্যে ভর্তি হলে থাকছে ১০০% ক্যাশব্যাক। ক্যাশব্যাকের টাকা পাওয়া যাবে শিক্ষাকেন্দ্রের একাউন্টে। এই টাকা দিয়ে শিক্ষাকেন্দ্রের অন্যান্য কোর্স করা যাবে।
এই কোর্সে ভর্তি হওয়ার জন্য চলে যাবেন শিক্ষাকেন্দ্রের ওয়েবসাইটে। এরপর নাম ইমেইল ও ৮ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করে নিতে হবে। পাসওয়ার্ডে থাকতে হবে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং সংখ্যা৷ হরপর কোর্সে গিয়ে ENROLL COURSE এ ক্লিক করে কোর্স ফি প্রদান করে ভর্তি হয়ে যাবেন।
বেসিক জার্নালিজম কোর্স সম্পর্কে জানতে চাইলে শিক্ষাকেন্দ্রের কোর্স ইনস্ট্রাক্টর প্রদীপ বিশ্বাস জানান, এই কোর্সে থাকছে সংবাদের সোর্স তৈরি করা এবং সোর্স থেকে প্রাপ্ত তথ্য দিয়ে নিউজ সাজানোর সহজ উপায়। প্রেস রিলিজ, জিডি বা মামলা থেকে নিউজ লেখার পাশাপাশি ছবি তোলা, ফিচার লেখা ও সমসাময়িক ঘটনার উপর কিভাবে নিউজ করতে হয় তা শেখানো হবে।