টাংগাইলের ভূঞাপুরে মুজিববর্ষ উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত
- প্রকাশিত : ০৮:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ৭৫৮ বার পঠিত
মো: সুরুজ্জামান, ভূঞাপুর প্রতিনিধি: টাংগাইলের ভূঞাপুরে মুজিববর্ষ উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ২ আসনের মাননীয় জাতীয় সংসদের গোপালপুর-ভূঞাপুরের মাননীয় সংসদ সদস্য জনাব তানভীর হাসান ছোট মনির। অনুষ্ঠানের উদ্বোদক হিসেবে ভূমিকা পালন করেন উপজেলা র্নিবাহী অফিসার নাসরিন পারভীন এবং সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আসলাম হুসাইন সহকারি কমিশনার (ভূমি),টাংগাইল জেলার আওয়ামীলীগের সহসভাপতি বড় মনির। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম এবং জেলা: ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৫নং অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, জনাব সাইদুল ইসলাম তালুকদার দুদু, আইয়ুব মোল্লা, মো: মনিরুজ্জামান মনির, জনাব মুহাম্মদ আব্দুল মতিন সরকারসহ অন্যন্যা ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় কলেজের সম্মানিত শিক্ষক, ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, কর্মচারী, সাধারণ জনতা।
জাতীয় সংগীতের মাধ্যমে বিকাল ৪ টার দিকে বেলুন উড়িয়ে খেলার সূচনা করেন এমপি ছোট মনির, মেয়র মাসুদুল হক মাসুদ, ইউ .এন .ও. নাসরিন পারভীন এবং আওয়ামীলীগের বলিষ্ঠ নেতাগণ। এ সময় চারদিক হতে ঢাকঢোলের শব্দ বেজে উঠে। আকাশে উড়ে বেলুন।
এমপি ছোট মনির বলেন, আপনাদের সকলকে সাংবাদিক,আমজনতা নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা এবং অভিন্দন এবং ভূঞাপুরে সাংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং তা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
বেলা ডুবার শেষের দিকে টাংগাইল ইউথ ক্লাব এবং সখিপুরের আরিয়ান স্পোর্টিং ক্লাবের খেলার সমাপ্তি হয়।